Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

citizen chairter

সিটিজেন চার্টার

অধিদপ্তর কর্তৃক জনতাকে প্রদেয় সেবাসমূহঃ

 

লাইসেন্স ইস্যুঃ

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিম্নবর্ণিত লাইসেন্স, পারমিট ও পাস ইত্যাদি ইস্যু করে থাকে-
 

ক্রম

লাইসেন্স / পারমিট/ পাস

ফি

সময়

০১.

মাদকদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স

১০,০০০/-

৯০ দিন

০২.

মাদকদ্রব্য আমদানী / মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর লাইসেন্স

১০,০০০/-

৯০ দিন

০৩.

মাদকদ্রব্য আমদানী / মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর ছাড়পত্র

---

৩০ দিন

০৪.

মাদকদ্রব্য খুচরা বিক্রয়ের লাইসেন্স

১,০০০/-

৩০ দিন

০৫.

মাদকদ্রব্য ব্যবহারের পারমিট

১,০০০/-

৩০ দিন

০৬.

মাদকদ্রব্য বহন-পরিবহন পাশ

---

৩০ দিন

০৭.

মদ বিক্রয় / মদ্যপানের বার লাইসেন্স

১০,০০০/-

১২০ দিন

০৮.

খুচরা মদ বিক্রয়ের অফ লাইসেন্স-                                পৌর এলাকায়

                                                  অন্যান্য এলাকায়

৬,০০০/-

৯০ দিন

৩,০০০/-

০৯.

প্রিকারসর কেমিক্যালস আমদানি/ খুচরা বিক্রয়/ ব্যবহারের পারমিট

 

 

 

আমদানি

১০,০০০/-

৯০ দিন

 

খুচরা বিক্রয়

২,০০০/-

৬০ দিন

 

ব্যবহার

২,০০০/-

৩০ দিন

১০.

এলকোহল উৎপাদন/ ডিষ্টিলারী/ ব্রিউয়ারী লাইসেন্স

২০,০০০/-

১২০ দিন

১১.

মদ্য পানের পারমিট

 

 

 

বিলাতি মদ

২,০০০/-

৩০ দিন

 

দেশী মদ

৮০/-

৩০ দিন

১২.

বেসরকারী মাদকাসক্তি নিারময় ও পূনর্বাসন কেন্দ্র স্থাপনের লাইসেন্স

 

 

 

১০ বেড পর্যন্ত

২০,০০০/-

৯০ দিন

 

১০ বেড এর উর্দ্ধে

৩০,০০০/-

১৩.

বেসরকারী সংস্থা (NGO) নিবন্ধন

১,০০০/-

 

ক) উপরোক্ত লাইসেন্স, পারমিট ও পাস প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

খ) আবদেন ফরম অধিদপ্তরের সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কার্য়ালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।

গ) অধিদপ্তরের Website: www.dnc.gov.bd; থেকেও ফরমসমূহ Downloadকরা যাবে।

ঘ) পূরণকৃত ফরম প্রধান কার্যালয়ে / সংশ্লিষ্ট উপ আঞ্চলিক অফিসে দাখিল করতে হবে।

ঙ) পূরণকৃত ও দাখিলকৃত আবদেনপত্র যাচাই-বাছাইয়ের পর সরেজমিনে তদন্তক্রমে উপযুক্ততার ভিত্তিতে আইনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট ও পাশ ইত্যাদি ইস্যূ করা হবে।

চ) আবেদন ফরমে উল্লিখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে। চালানের মাধ্যমে ১-২২৭৩-০০০০-১০০১ কোডে জমা দিয়ে জমার রশিদ আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। নগদ অর্থ গ্রহন করা যাবে না। 

মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানঃ

 

অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকাস্থ ৪০ শয্যার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং প্রতিটি ৫ শয্যার চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী নিরাময় কেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। নিরাময় কেন্দ্রসমূহের যোগাযোগের ঠিকানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের টেলিফোন নম্বর নিম্নে উল্লেখ করা হলোঃ-

 

ক্রম

নিরাময় কেন্দ্রের নাম ও ঠিকানা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী

 টেলিফোন নম্বর

০১.

কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র

৪৪১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।

চীফ কনসালটেন্ট

০২-৯৮৮০২৬৯

০২.

চট্টগ্রাম মাদকাসক্ত নিরাময় কেন্দ্র

১১৫, পাঁচলাইশ আবাসিক এলাকা, চট্টগ্রাম।

তত্ত্বাবধায়ক

 

০৩.

রাজশাহী মাদকাসক্ত নিরাময় কেন্দ্র

২০৪/২, উপ শহর, ক্যান্টনমেন্ট, রাজশাহী।

তত্ত্বাবধায়ক

 

০৪.

খূলনা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র

২, কে.ডি.এ এভিনিউ ময়লাপোতা রোড, খূলনা।

তত্ত্বাবধায়ক

 

 

ক) মাদকাসক্ত যে কোন ব্যক্তি সরকারী ও নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন।

খ) দরিদ্র মাদকাসক্তগণ বিনামূল্যে এবং অন্যান্য মাদকাসক্তদের স্বল্পমূল্যে আবাসিক ও অনাবাসিক চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।

গ) এতদ্ভিন্ন অধিদপ্তরের অনুমোদিত বেসরকারী চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রসমূহ হতেও চিকিৎসা ও পরামর্শ সেবা গ্রহণ করা যায়।

 

রিসোর্স সেন্টারঃ

অধিদপ্তরের একটি রিসোর্স সেন্টার রয়েছে। এতে মাদকদ্রব্য সংক্রান্ত.দেশীয় আন্তর্জাতিক প্রায় ৪,০০০ প্রকাশনা রয়েছে। তাছাড়া দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাদক সংক্রান্ত তথ্য-উপাত্তের বিপুল সংগ্রহ রয়েছে। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যক্তিগত বা গবেষণার কাজে এ রিসোর্স সেন্টার ব্যবহার করতে পারে।

 

রিসোর্স সেন্টার এর ঠিকানা            দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী             যে সময় ব্যবহার করা যাবে

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর                   লাইব্রেরিয়ান                    অফিস চলাকালীন যে কোন সময়।

প্রধান কার্যালয়                   

৪৪১, তেজগাঁও শিল্প এলাকা

ঢাকা-১২০৮।